

চাকরি থেকে অবসরের পর সঞ্চয়ের ভরসাতেই জীবন কাটে। অনেকে আবার অল্পবিস্তর বিনিয়োগের (investment) উপরে নজর দেন। কিন্তু অসবর জীবনে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ (Invest Scheme) নিরাপদ ও সুরক্ষিত হবে, সেই বিষয়টিতে সর্বাগ্রে নজর দিতে হবে। এর পাশাপাশি একটি জিনিস দেখতে হবে, যাতে এই ইনভেস্টমেন্ট ফান্ড (Investment Fund) নির্দিষ্ট সময়ের ভিত্তিতে একটি আয়ের পথ দেখায় এবং বাকি জীবনে উপার্জনের বিষয়টি সুনিশ্চিত করতে পারে। এ ক্ষেত্রে কয়েকটি স্কিম আশার আলো দেখাতে পারে। একবার সেই স্কিমগুলিতে নজর দেওয়া যাক।


সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Senior Citizen Saving Scheme) - বয়স্কদের জন্য ভালো অপশন হতে পারে SCSS বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। বর্তমানে এতে বার্ষিক সুদের হার (Interest Rate) ৭.৪০ শতাংশ। যেহেতু এই স্কিমের পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকার, তাই সুরক্ষা, নিরাপত্তা ও ইনভেস্টমেন্ট রিটার্ন (Investmsnet Return) নিয়ে খুব একটা ভাবতে হবে না। এই স্কিমের মেয়াদ হল পাঁচ বছর। স্কিমটির একটি উল্লেখযোগ্য বিষয় হল কোয়ার্টারলি ইনটারেস্ট পেমেন্ট (Quarterly Interest Payment)। এ ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের (Minimum Investment) পরিমাণ ১০০০ টাকা। পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই সেভিং স্কিম করা যেতে পারে। স্কিমের অধীনে প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।


প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা (Pradhan Mantri Vaya Vandana Yojana) - চাকরি পরবর্তী জীবনে আর একটি নিরাপদ ও সুরক্ষিত স্কিম হল PMVVY বা প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা। এ ক্ষেত্রে এই স্কিমের সুবিধা দিচ্ছে LIC। এখানেও ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনার মেয়াদ হল ১০ বছর। বর্তমানে স্কিমটিকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুদের হার (Interest Rate) ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৬৬ শতাংশ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) থেকে ভালো সুদ দিচ্ছে যোজনাটি। এ ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের (Minimum Investment) পরিমাণ ১.৫২-১.৬২ লক্ষ।


অ্যানুইটিজ (Annuities) - LIC-এর অ্যানুইটি প্ল্যান অর্থাৎ জীবন অক্ষয় (Jeevan Akshay VII), জীবন শক্তি (Jeevan Shanti) সহ একাধিক প্ল্যানেও নজর দেওয়া যেতে পারে। এই ধরনের প্ল্যানে সুদের হার (Interest Rate) ৫.৩৮-৫.৬৭ শতাংশ। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ টাকা। জীবন বিমাকারীদের (Life Insurers) মাধ্যমে এই প্ল্যান করা যেতে পারে।


গভর্নমেন্ট বন্ড (Government Bonds) - অ্যানুইটিজের জায়গায় অনেক সময় বিভিন্ন গভর্নমেন্ট বন্ড (Government Bonds) প্ল্যানের পরামর্শও দেন ফিনান্সিয়াল অ্যাডাভাইজাররা। এ ক্ষেত্রে সুদের হার (Interest Rate) ৬.৭৫-৬.৭৬ শতাংশ। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগের (Minimum Investment) পরিমাণ ১০,০০০ টাকা। NSE, GoBID বা BSE-এর মাধ্যমে এই ধরনের স্কিম শুরু করা যায়। গভর্নমেন্ট বন্ডের মেয়াদ ৪০ বছর পর্যন্ত।