দেশের সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সংস্থা পেটিএম এবার গ্রাহকদের জন্য নিয়ে এল বড় উপহার ৷ সম্প্রতি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে ((IOCL) গাঁটছড়া বেধেছে পেটিএম ৷ এর জেরে এবার থেকে গোটা দেশে পেট্রোল পাম্প ও এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সহজেই ডিজিটাল লেনদেন করা যাবে ৷ এবার থেকে পেটিএম এর মাধ্যমে এলপিজি সিলিন্ডারের বুকিং ও পেমেন্টও সহজেই করা যাবে ৷ IOCL এর এক্সিকিউটিভ ডেলিভারির সময় ডিজিটাল লেনদেনের সুবিধার জন্য Paytm All-in-One Android POS ও All-in-One QR নিয়ে যাবে ৷
এর জন্য পেটিএমের পিওএস মেশিন ও ইন্ডেন ডেলিভারি অ্যাপ্লিকেশন যুক্ত করে দেওয়া হয়েছে ৷ এটি বিলের ইনভয়েস ও ফিজিক্যাল কপিও জেনারেট করবে ৷ আইওসিএলের রিটেল আউটলেটও পেটিএমের সমস্ত পরিষেবা প্রদান করবে ৷ পেট্রোল পাম্পে পেটিএমের মাধ্যমে পেমেন্ট করলে IndianOil XTRAREWARDS লয়ালটি প্রোগ্রামের তরফে পয়েন্টস দেওয়া হবে ৷ এই পয়েন্টের মাধ্যমে IOCL এর আউটলেট থেকে বিনামূল্যে তেল কিনতে পারবেন ৷ গ্রাহকরামাত্র কয়েক মিনিটে পেটিএম অ্যাপে লগ ইন করে XTRAREWARDS অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷