

প্রায় ২০ কোটি টাকা চেয়ে পেটিএমের মালিককে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার করা হল সোনিয়া ধাওয়ান সহ তিনজনকে। পেটিএম প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মার সঙ্গে প্রায় দশ বছর কাজ করেছিলেন সোনিয়া ধাওয়ান। সরকারি ভাবে সোনিয়া ছিলেন এই ই-ওয়ালেট কোম্পানির কমিউনিকেশন হেড।বিজয়শেখর শর্মার অভিযোগের ভিত্তিতে নয়ডার সেক্টর ২০-র পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। আর এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে পেটিএমে টাকা রাখাটা কতটা সুরক্ষিত? তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ভয়ের কোনও কারণ নেই ৷ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য একেবারেই সুরক্ষিত ৷ তবুও জেনে নিন, কীভাবে সজাগ থাকবেন, কীভাবে সুরক্ষিত উপায়ে ব্যবহার করবেন পেটিএম ৷


Paytm এর সাহায্যে কেনাকাটা করা যেতে পারে ৷ যদি Paytm অ্যাপ ব্যবহার করি সোনা কেনার ক্ষেত্রে গয়না বানানোর মজুরি কমতে পারে ৷ গোল্ড সেলিং বা গোল্ড সেভিংস প্ল্যানও অর্ডার করতে পারেন ৷


শুধুই Paytm ব্যবহার করে কেনাকাটাই হয় আপনার ব্যবসার ক্ষেত্রে Paytm ব্যবহার করে মুনাফা করতে পারেন ৷ শুধুই নতুন ব্যবসা নয় পুরনো ব্যবসাও জুড়তে পারেন Paytm এর সঙ্গে ৷


আপনার Paytm -এর পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা উচিত হবে না ৷ পেএটিএমে টাকা ভরানোর সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের কোনও তথ্য সেভ করে রাখবেন না ৷


Paytm-এর ওয়ালেটে বেশি পরিমাণ টাকা রাখা উচিত নয় ৷ বরং প্রয়োজন অনুযায়ীই টাকা রিচার্জ করুন ৷ Paytm অ্যাপ আপডেটের সময় সচেতন হয়েই তথ্যগুলো দিন ৷ Paytm অ্যাপ লগ ইন করে ব্যবহারের পর অবশ্যই লগ আউট করুন