আপনার জীবনকে আরও সুরক্ষিত করতে নতুন পলিসি নিয়ে হাজির LIC ৷ এই পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই পলিসিতে আপনি বড় অসুখের ক্ষেত্রে সুরক্ষা দেবে ৷ এলআইসি-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী , পলিসিতে রোজ ৭টাকা করে অথার্ৎ বছরে ২৪০০ টাকা করে দিলে ক্যানসারের মত মারণ রোগের ক্ষেত্রেও পেয়ে যাবেন কভার ৷ ক্যানসার ধরা পড়ার পর থেকেই পলিসির সাহায্য পাবেন পলিসিহোল্ডাররা ৷ তবে এই পলিসি থেকে আপনি লোন নিতে পারবেন না ৷ তবে অনলাইনে এই পলিসি নিলে পেয়ে যাবেন ৭ শতাংশ ডিসকাউন্ট ৷
LIC ক্যানসার কভার প্ল্যান:
এই পলিসির ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর বয়স হতে হবে
সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত এই লোন নেওয়া যেতে পারে
ম্যাচিউরিটির সময় ন্যূনতম বয়স ৫০ বছর হতে হবে
সর্বোচ্চ ৭৫ বছর বয়স হতে পারে ম্যাচিউরিটির সময়
ন্যূনতম ১০ লক্ষ টাকার বিমা করানো যেতে পারে
সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা
ন্যূনতম পলিসি টার্ম ১০ বছর
সর্বোচ্চ পলিসি টার্ম ৩০ বছর
Early Stage Cancer এর ক্ষেত্রে যে টাকার বিমা করিয়েছেন তার ২৫ শতাংশ বিমাকর্তাকে দিয়ে দেওয়া হবে ৷ এবং আগামী তিন বছরের প্রিমিয়াম দিতে হবে না ৷ Early Stage Cancer বেনিফিট পুরো পলিসি টার্মের মধ্যে আপনি কেবল একবার নিতে পারবেন ৷ পরেরবারও যদি Early Stage Cancer ধরা পড়ে সে ক্ষেত্রে আপনি কোনও বেনিফিট পাবেন না ৷
Major Stage Cancer এর ক্ষেত্রে
Lump Sum Benefit: এতে আপনার বিমা করা টাকার ১০০ শতাংশ দিয়ে দেওয়া হবে৷ যদি Early Stage Cancer এ বেনিফিট নিয়ে থাকেন তাহলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে দেওয়া হবে ৷
Income Benefit: আগামী ১০ বছর পর্যন্ত প্রত্যেক মাসে বিমা করা টাকার ১ শতাংশ আপনাকে দেওয়া হবে ৷ আপনার মৃত্যুর পরও আপনার নমিনি এই টাকা পাবেন ৷
Premium Waiver Benefit: এরপর আপনাকে আর কোনও প্রিমিয়াম দিতে হবে না ৷
একবার যদি Major Stage Cancer এর বেনিফিট নিয়ে নেন তাহলে Early Stage Cancer এর আর কোনও বেনিফিট পাবেন না ৷