যাঁরা নতুন ব্যবসা শুরু করেছেন বা যাঁরা প্রথমবার লোন নিচ্ছেন, তাঁদের ব্যাঙ্ক থেকে লোন পেতে অনেক সমস্যা পোহাতে হয়। অনেকসময় লোনের আবেদন নাকোচও হয়ে যায়। এবার আর কোনও সমস্যা নেই! paytm-এর মাধ্যমে কোনও ঝক্কি ছাড়াই নিমেষে মিলবে লোন।
Representative image
Photo Source: Collected