

বৃহস্পতিবারও অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম ৷ এই নিয়ে লাগাতার ১০ দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ এর আগে জুন মাসে লাগাতার ২১ দিন দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ ২১ দিনে ডিজেলের দাম বেড়েছে ১১.২৩ টাকা প্রতি লিটারে, পেট্রোলের ৯.১৭ টাকা ৷


সরকারি তেল সংস্থা HPCL, BPCL, IOC বৃহস্পতিবার তেলের দামে কোনও বদল করেনি ৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.৪৩ টাকা ৷ ডিজেলের দাম ৮০.৭৮ টাকা প্রতি লিটারে ৷


পেট্রোল ও ডিজেলের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন আপনিও ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল এর উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দিলেই পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷


দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮০.৭৮ টাকামুম্বই- পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৫.৮৯ টাকাকলকাতা- পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৮৯ টাকাচেন্নাই- পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৭.৯১ টাকানয়ডা- পেট্রোল ৮১.০৮ টাকা, ডিজেল ৭২.৮০ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৭৮.৬৪ টাকা, ডিজেল ৭২.৯৮ টাকালখনউ- পেট্রোল ৮০.৯৮ টাকা, ডিজেল ৭২.৭০ টাকাপটনা- পেট্রোল ৮৩.৩১ টাকা, ডিজেল ৭৭.৬১ টাকাভোপাল- পেট্রোল ৮৮.০৮ টাকা, ডিজেল ৮০.১৭ টাকাজয়পুর- পেট্রোল ৮৭.৫৭ টাকা, ডিজেল ৮১.৫৫ টাকাচণ্ডীগড়- পেট্রোল ৭৭.৪১ টাকা, ডিজেল ৭২.১৮ টাকা