ডিজিটাল প্ল্যাটফর্ম পেটিএম সম্প্রতি ইনস্যুরেন্স কোম্পানি LIC এর সঙ্গে গাঁটছোড়া বেধেছে ৷ তাদের চুক্তি অনুযায়ী, গ্রাহকরা এবার থেকে তাদের LIC-র প্রিমিয়াম এক মিনিটের কম সময়ে দিয়ে দিতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএমে এই মুহূর্তে ৩০ এর বেশি বিমা সংস্থার প্রিমিয়াম অনলাইনে দেওয়ার সুবিধা রয়েছে ৷