দোকান থেকে কেনা ওষুধটি আসল না নকল এবার বুঝতে পারবেন আরও সহজে ৷ ফার্মাসিউটিক্যাল বিভাগ সমস্ত ওষধে QR কোড লাগানো বাধ্যতামূলক করে দিয়েছে ৷ সরকারি হাসপাতাল ও পাবলিক ড্রাগ স্টোরে সমস্ত ওষুধে ১ এপ্রিল ২০১৯ থেকে QR কোড লাগানো বাধ্যতামূলক করা হয়েছে ৷ বাজারে বিক্রি হওয়া ওষুধে QR কোড ১ এপ্রিল ২০২০ থেকে বাধ্যতামূলক করা হবে ৷