EPFO-র নতুন প্ল্যান লাগু হয়ে গেলে বিভিন্ন দফতরে চক্কর না কেটে সহজেই কয়েক ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পিএফ-এর টাকা ৷ বর্তমানে অনলাইন ও অফলাইনে দু’ভাবেই টাকা তুলতে পারবেন ৷ ফর্ম জমা হওয়ার প্রায় ৫ থেকে ১০ দিনের মধ্যে ইপিএফও আপনার রেজিষ্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয় ৷ এর তথ্য আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন ৷ আপনার অ্যাকাউন্ট যদি আধারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই আপনি অনলাইনে আপনি টাকা তোলার আবেদন জানাতে পারবেন ৷
নতুন নিয়ম লাগু হলে আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে ৷ এর জন্য EPFO ও ব্যাঙ্কের মধ্যে আরও উন্নত ব্যাঙ্কিং সিস্টেম বানানোর বিষয় নিয়ে আলোচনা চলছে ৷ বর্তমানে ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া ব্যাঙ্কের NEFT র ব্যবহার করা হয়ে থাকে ৷ এর জেরে ব্যাঙ্কে টাকা পৌঁছতে প্রায় তিন দিন সময় লেগে যায় ৷
আনলাইনে আবেদন করার জন্য EPFOর ওয়েবসাইটে গিয়ে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ কিল্ক করতে হবে ৷ এরপর UAN নম্বর, পাসওর্য়াড, ক্যাপচা দিয়ে লগইন করুন ৷ এর পরে ম্যানেজের অপশনে গিয়ে চেক করুন কি আপনার পিএফ অ্যাকাউন্টের KYC করা রয়েছে কিনা ৷ এরপর অনলাইন সার্ভিসে ক্লিক করুন ৷
ড্রপ মেনু খুলতেই ক্লেমে ক্লিক করুন ৷ আপনার ক্লেম ফর্ম সাবমিট করার জন্য Proceed For Online Claim এ ক্লিক করুন ৷ অপশন থাকবে full EPF Settlement, EPF Part withdrawal (loan/advance) ৷ আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন ৷ এরপর আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে তা ভেরিফাই করা হবে ৷ ওটিপি দিতেই আপনার আবেদন EPFOর কাছে পৌঁছে যাবে ৷