আধার কার্ডের ছবি পরিবর্তন করার পদ্ধতি: আধার কার্ডের ছবি পরিবর্তন করতে প্রথমে ইউডিআইএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in –এ লগ ইন করে আধার তালিকাভুক্তি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে নিকটস্থ আধার কেন্দ্রে। সেখানে নেওয়া হবে বায়োমেট্রিক বিবরণ। তারপর তোলা হবে সুন্দর হাসি মুখের নতুন ছবি। এরপর জিএসটি ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। ব্যস, ৯০ দিনের মধ্যে আধার কার্ডে নতুন ছবি আপডেট হয়ে যাবে।