হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

  • 16

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    আধার কার্ড ছাড়া সবকিছুই অচল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা, ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করানো থেকে পেনশন স্কিম, বিনিয়োগ, এমনকী বেড়াতে গিয়ে হোটেলে থাকতে গেলেও আধার কার্ড লাগবে।

    MORE
    GALLERIES

  • 26

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    এটা ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। আধার কার্ডে নাগরিকের নাম, ঠিকানা, জন্মতারিখ সহ বায়োমেট্রিক ডেটাও সংরক্ষণ করা হয়, যা একটি নথির মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ সহজ করে তোলে। বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিম কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক।

    MORE
    GALLERIES

  • 36

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    আধার কার্ডের ছবি ভাল আসে না বলে অভিযোগ করেন অনেকেই। এই নিয়ে অনেক রসিকতাও চালু আছে। ভাল ছবি না উঠলে ‘আধার কার্ডের ছবি’ বলে মজা করা হয়। তবে অনেকেই জানেন না আধারের ছবি ভাল না উঠলে সেটা পরিবর্তনও করা যায়। কীভাবে? খুব সহজ প্রক্রিয়া।

    MORE
    GALLERIES

  • 46

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    অনলাইনে এই সুবিধা মিলবে না: হ্যাঁ, অনলাইনে আধার কার্ডের ছবি আপডেট করা যায় না। অর্থাৎ ঘরে বসে এই সুবিধা মিলবে না। আধার কার্ডের ছবি পছন্দ না হলে আধার কেন্দ্রেই যেতে হবে। এছাড়া অন্য কোনও বিকল্প নেই।

    MORE
    GALLERIES

  • 56

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    আধার কার্ডের ছবি পরিবর্তন করার পদ্ধতি: আধার কার্ডের ছবি পরিবর্তন করতে প্রথমে ইউডিআইএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in –এ লগ ইন করে আধার তালিকাভুক্তি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে নিকটস্থ আধার কেন্দ্রে। সেখানে নেওয়া হবে বায়োমেট্রিক বিবরণ। তারপর তোলা হবে সুন্দর হাসি মুখের নতুন ছবি। এরপর জিএসটি ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। ব্যস, ৯০ দিনের মধ্যে আধার কার্ডে নতুন ছবি আপডেট হয়ে যাবে।

    MORE
    GALLERIES

  • 66

    আধার কার্ডে ছবি খারাপ এসেছে? আজই ঠিক করে নিন, খুব সহজ পদ্ধতি !

    এইভাবে চেক করা যায়: আধার কেন্দ্রে ফটো আপডেট করার সময় ইউআরএন সহ একটি স্লিপ দেওয়া হবে। এর সাহায্যেই ফটো পরিবর্তন হয়েছে কি না তা দেখা যাবে। ফটো আপডেট হয়ে গেলে ইউডিআইএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন ছবির সঙ্গে আধার কার্ড ডাউনলোড করে নেওয়া যায়।

    MORE
    GALLERIES