

গ্রাহকদের কাছে অত্যন্ত বড় সুযোগ এসেছে কেননা রান্নার গ্যাস বুকিং অত্যন্ত সহজ হয়েছে ৷ এখন হোয়াটসঅ্যাপের (WhatsApp)-এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে গ্যাস বুক করতে পারেন ৷ যদিও এই সুবিধা বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ইন্ডেন গ্যাসের গ্রাহকেরা পাবেন ৷ প্রতীকী ছবি ৷


ইন্ডেন (Indane) গ্রাহক গ্যাসের গ্রাহকেরা মাত্র একটি মিসড কলের মাধ্যমে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বুক করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


গ্যাস বুক করতে গেলে মাত্র একটি ম্যাসেজ (Message) করতে হবে ৷ এর জন্য সমস্ত গ্যাস এজেন্সির একটি নম্বর রেখেছে সংস্থা, সেই নম্বরে শুধুমাত্র REFILL টাইপ করে এসএমএস (SMS) পাঠাতে হবে ৷ প্রতীকী ছবি ৷


হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেও খবর নেওয়া যেতে পারে ৷ ইন্ডেনের গ্রাহক হলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation বা IOC) একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরের সূচনা করেছে ৷ এরজন্য রেজিস্টার্ড নম্বর থেকে REFILL টাইপ করে 7588888824 হোটাসঅ্যাপ মেসেজ করতে হবে ৷ এই ভাবেই ঘরে বসেই পাওয়া যাবে রান্নার গ্যাস (LPG Cooking Gas) ৷ প্রতীকী ছবি ৷


এছাড়াও রেজিস্টার্ড মোবাইল (Registered Mobile Number) থেকে মিস কল দিয়েও বুক করা যাবে গ্যাসের সিলিন্ডার ৷ বেশিরভাগ মানুষ মনে করছে এই সুবিধার ফলে বয়স্ক ব্যক্তিরা খানিকটা স্বস্তিতে থাকবেন ৷ এর জন্য 8454955555-এই নম্বরে মিসড কল (Missed Call) দিয়ে রান্নার গ্যাস বুক করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


ইন্ডিয়ান অয়েলে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করার পরে স্টেটাস হোটসঅ্যাপেই জানানোর ব্যবস্থা করেছে ৷ এই জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে STATUS# করতে হবে ৷ এরপরে বুকিং করার পরে প্রাপ্ত নম্বর দিতে হবে ৷ ধরে নেওয়া যাক বুকিং নম্বর ১২৩৪৫ যদি হয়ে থাকে সেক্ষেত্প STATUS#12345 লিখে পাঠিয়ে দিতে হবে হোটাসঅ্যাপ ম্যাসেজ আকারে 7588888824 ৷ মনে রাখতে STATUS# ও অর্ডার নম্বরের মধ্যে যেন কোনও স্পেস না থাকে ৷ প্রতীকী ছবি ৷