

এবার থেকে রেশন নিতে গেলে আর লম্বা দিতে হবেন বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে রেশন বুক করা যাবে ৷ প্রতীকী ছবি ৷


কেননা কেন্দ্রের পক্ষ থেকেই মেরা রেশন অ্যাপ (Mera Ration app) লঞ্চ করা হয়েছে ৷ দাবি করা হচ্ছে এই রেশন অ্যাপের মাধ্যমে রেশন করা আরও সহজ হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷


যেভাবেই এই মেরা রেশন অ্যাপটি ডাউনলোড করা হবে সেটি হল ৷ সর্বপ্রথম গুগল অ্যাপস্টোরে যেতে হবে, সেখান থেকে মেরা রেশন অ্যাপ সার্চ করতে হবে ৷ মেরা রেশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে ৷ এরপরেই অ্যাডটি ওপেন করা দরকার ৷ প্রতীকী ছবি ৷


মেরা রেশন অ্যাপের বিশেষ সুবিধাগুলি হল ৷ যাঁরা অন্য রাজ্যে থাকেন তাঁরা বিশেষ ভাবে উপকৃত হবেন ৷ এই অ্যাপের মাধ্যমে রেশন ডিলাররর সঠিক তথ্য পাওয়া যাবে ৷ পরিষেবা উন্নততর করতে গ্রাহকেরা মতামতও দিতে পারেন ৷ নানান রকমের রেশম সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, রেশন সংক্রান্ত সব রকমের তথ্য পাওয়া যাবে, রেশন সামগ্রী সংক্রান্ত বিষয়ে সরাসরি তথ্য পাওয়া যাবে, ফলত সহজেই রেশন পাবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷


মেরা রেশন অ্যাপের মাধ্যমে নিকটবর্তী রেশন দোকানের সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে ৷ অ্যাপটি বর্তমানে হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে ৷ কিন্তু খুব তাড়াতাড়ি ১৪টি ভাষা অন্তর্গত হবে অ্যাপে ৷ কোন কোন দোকান থেকে রেশন নেওয়া হবে সেটাও জানতে পারা যাবে ৷ প্রতীকী ছবি ৷