Home » Photo » business » চাকরি জয়েনের একমাস পর মৃত্যু হলে PF থেকে মেলে পেনশন, এবং আরও কিছু জরুরি তথ্য...
চাকরি জয়েনের একমাস পর মৃত্যু হলে PF থেকে মেলে পেনশন, এবং আরও কিছু জরুরি তথ্য...
ওই কর্মী কতটা বেতন পেতেন, তার উপরেই নির্ভর করবে পেনশেনর টাকা৷ এ ছাড়া ২৫ বছর পর্যন্ত পেনশনের ২৫ শতাংশ প্রতি মাসে পাওয়া যায়৷ সঙ্গে নমিনি ৬ লক্ষ টাকা পর্যন্ত বিমাও পাবেন৷
চাকরি চলাকালীন কোনও কর্মীর মৃত্যু হলে প্রভিডেন্ট ফান্ডের টাকাই বড় ভরসা জোগায় মৃতের পরিবারকে৷ EPFO-র নিয়ম অনুযায়ী, কোনও কর্মী চাকরিতে জয়েন করার একমাস পর মৃত্যু হলে ওই কর্মীর নমিনি পেনশন পাওয়ার যোগ্য৷
2/ 6
ওই কর্মী কতটা বেতন পেতেন, তার উপরেই নির্ভর করবে পেনশেনর টাকা৷ এ ছাড়া ২৫ বছর পর্যন্ত পেনশনের ২৫ শতাংশ প্রতি মাসে পাওয়া যায়৷ সঙ্গে নমিনি ৬ লক্ষ টাকা পর্যন্ত বিমাও পাবেন৷
3/ 6
কোনও ব্যক্তি যদি টানা ২ মাস বেকার হয়ে পড়েন, তা হলে আগের সংস্থার পিএফ-এর টাকা তিনি তুলতে পারেন৷
4/ 6
৫ বছর বা তার বেশি দিন পিএফ-এর টাকা কাটার পর কোনও কর্মী পিএফ-এর টাকা তুলে নিলে আয়কর দিতে হয় না৷
5/ 6
শারীরিক অসুস্থতা বা মালিক ব্যবসা বন্ধ করে দেওয়ার জেরে যদি চাকরি চলে যায়, তা হলেও পিএফ-এর টাকায় কোনও আয়কর দিতে হয় না৷
6/ 6
পরিবারের যে কোনও সদস্য, যেমন সন্তান, ভাই বা নিজের বিয়ের জন্য পিএফ-এর ৫০ শতাংশ টাকা তোলা যায়৷ এ ক্ষেত্রে নিয়ম হল, টানা ৭ বছর EPFO-র সদস্য হতে হবে৷