1/ 4


কোথাও রক্ষণাবেক্ষণের অভাব, কোথাও সঠিক পরিষেবা দেওয়া যাচ্ছে না ৷ তার উপর রিজার্ভ ব্যাঙ্কের নানা বিধিনিষেধ ৷ খরচের বহর বেড়েই চলেছে দিনের পর দিন ৷ এই ধরণের নানা ঝামেলার জেরে আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ এটিএম বন্ধ হয়ে যেতে পারে।
2/ 4


আরবিআইয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি থেকে এটিএম পরিষেবা প্রদানকারী সংস্থার বার্ষিক লেনদেনের পরিমাণ কমপক্ষে ১০০ কোটি টাকা হতে হবে ৷ এই সংস্থার হাতে ৩০০ টি স্বয়ংসম্পূর্ণ ক্যাশ ভ্যান থাকতে হবে ৷ প্রতিটি ভ্যানের জন্য দুজন সশস্ত্র রক্ষী এবং দুজন রক্ষক (কাস্টডিয়ান) থাকতে হবে ৷ গাড়িতে জিপিএস এবং সিসিটিভি-র ব্যবস্থা থাকাও বাধ্যতামূলক ৷
3/ 4


এই বিষয়ে সম্প্রতি বড় ঘোষণা করেছে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ দেশজুড়ে পিএনবি-র ৯৪২৮টি এটিএম রয়েছে ৷