

সরকারি তেল সংস্থাগুলি (IOC, HPCL & BPCL) শুক্রবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি ৷ দিল্লিতে শুক্রবার ১ লিটার পেট্রোলের দাম ৮৬.৩০ টাকা ৷ পেট্রোলিয়াম সংস্থার তরফে বুধবার দাম বৃদ্ধি করার জেরে একাধিক শহরে তেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল ৷ সংস্থার তরফে দাম বাড়ানোর জেরে রাজস্থানের শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম ১০১ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম প্রায় ৯৩ টাকা হয়ে গিয়েছে ৷


হিসেব অনুযায়ী, নতুন বছরে ২৯ দিনে প্রায় ১০ দিন দাম বেড়েছে তেলের ৷ কিন্তু এত অল্প সময়েও পেট্রোলের দাম প্রায় ২.৫৯ টাকা প্রতি লিটার বেড়েছে ৷ ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২.৩৫ টাকা ৷


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷


দেখে নিন কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৮৬.৩৫ টাকা, ডিজেল ৭৬.৪৮ টাকামুম্বই- পেট্রোল ৯২.৮৬ টাকা, ডিজেল ৮৩.৩০ টাকাকলকাতা- পেট্রোল ৮৭.৬৯ টাকা, ডিজেল ৮০.০৮ টাকাচেন্নাই- পেট্রোল ৮৮.৮২ টাকা, ডিজেল ৮১.৭১ টাকানয়ডা- পেট্রোল ৮৫.৬৭ টাকা, ডিজেল ৭৬.৯৩ টাকারাঁচি- পেট্রোল ৮৪.৮০ টাকা, ডিজেল ৮০.৯১ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৮৯.২১ টাকা, ডিজেল ৮১.১০ টাকাপটনা- পেট্রোল ৮৮.৭৮ টাকা, ডিজেল ৮১.৬৫ টাকালখনউ- পেট্রোল ৮৫.৫৯ টাকা, ডিজেল ৭৬.৮৫ টাকা