

*কোন গাড়ির মাইলেজ কতটা, তা নিয়ে প্রায়ই আগ্রহ প্রকাশ করেন গাড়িপ্রেমীরা। চেষ্টা করেন সেরা মাইলেজের গাড়ির চাবিটা নিজের পকেটে রাখতে। বিশেষ করে এ বছরের এপ্রিল থেকে বিএস ভিআই বা কম সালফারযুক্ত পেট্রোল গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বিএস ভিআই-এর নতুন নিয়মাবলীর উপর নজর দিচ্ছেন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ও অয়েল ডিস্ট্রিবিউটররাও। সচেতন হয়েছেন ক্রেতারাও। এই পরিস্থিতিতে নজর দেওয়া যেতে পারে বিএস ভিআই পেট্রোল গাড়িগুলির মাইলেজের দিকে। এক নজরে দেখে নেওয়া যেতে পারে কোন মডেলের মাইলেজ কতটা।


*মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)-মারুতি সুজুকি ডিজায়ারের আপডেটেড বিএস ভিআই মডেল তার আগের মডেলের থেকে প্রায় ৭ এইচপি বেশি শক্তিশালী। এর ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন ৮৩ এইচপি-র পাশাপাশি ১১৩ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করে। এ ক্ষেত্রে সুজুকি ডিজায়ারের ম্যানুয়াল ভ্যারিয়েন্ট মডেলের মাইলেজ ২৩.২৬ কিমি প্রতি লিটার। আর অটোমেটিক ভ্যারিয়েন্ট মডেলের মাইলেজ হল ২৪.১২ কিমি প্রতি লিটার। এর দাম ৫.৮৯ -৮.৮১ লক্ষ টাকা ।


*টয়োটা গ্লানজা (Toyota Glanza)- বিএস ভিআই টয়োটা গ্লানজা মাইল্ড হাইব্রিডে ১.২ লিটার ইঞ্জিন থাকে। এই ইঞ্জিন একটি ১২ ভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি ও স্টার্টার-জেনারেটর দ্বারা চালিত। এর মাইলেজ ২৩.৮৭ কিমি প্রতি লিটার। তবে গ্লানজার অন্যান্য মডেলগুলি ৮৩ বিএইচপি ইঞ্জিনেও চলে। এর মাইলেজ ২১.০১ কিমি প্রতি লিটার। টয়োটা গ্লানজার এই মাইল্ড হাইব্রিড মডেলের দাম ৭.২২ লক্ষ টাকা।


*রেনল্ট কুইড (Renault Kwid)- বিএস ভিআই কুইডেও দুটি ইঞ্জিনের ব্যবস্থা রয়েছে। একটি ০.৮ লিটার (৮০০ সিসি) পেট্রোল ইঞ্জিন । এটি ৫৪ এইচপি-র সঙ্গে ৭৪ এনএম পর্যন্ত টর্ক পাওয়ার সরবরাহ করতে পারে। এ ছাড়া ১.০ লিটারের বিএস ভিআই ইঞ্জিনও ব্যবহার করা যেতে পারে। এই ইঞ্জিন ৬৮ এইচপি-র সঙ্গে ৯১ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। তবে ০.৮ লিটার ইঞ্জিন, ১.০ -লিটারের থেরে বেশি মাইলেজ দিতে পারে। একটি ০.৮ লিটার ইঞ্জিনের মাইলেজ হল ২২.৫ কিমি প্রতি লিটার। সেই জায়গায় ১.০ লিটার ইঞ্জিনের মাইলেজ ২১.৭ কিমি প্রতি লিটার। এর দাম ২.৯২- ৫.০১ লক্ষ পর্যন্ত।


*মারুতি সুজুকি অল্টো (Maruti Suzuki Alto)- মারুতি সুজুকি অল্টোর ৪৮ এইচপি ৮০০ সিসি বিএস ভিআই কমপ্লায়েন্ট পেট্রোল ইঞ্জিন রয়েছে। এর মাইলেজ ২২.৫ কিমি প্রতি লিটার। কম দামের পাশাপাশি এই গাড়ির রক্ষণাবেক্ষণেও খরচ খুব একটা বেশি নয়। তাই ক্রেতাদের কাছে একটি ঠিকঠাক বিকল্প হতে পারে মারুতি সুজুকি অল্টো। দাম ২.৯৯ -৩.৯০ লক্ষ টাকা ।


*মারুতি সুজুকি ওয়াগন আর (Maruti Suzuki Wagon R)- বিএস ভিআই ওয়াগন আর-এ দু'ধরনের ইঞ্জিন ব্যবহারের বিকল্প রয়েছে। একটি হল ১.০ লিটার ইঞ্জিন। এটি ৬৭ এইচপি-র সঙ্গে ৯০ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। এ ছাড়াও একটু বড় মাপের ১.২ লিটার ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে। এটি ৮১ এইচপি-র সঙ্গে ১১৩ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। তবে এই দুটি ইঞ্জিনের মধ্যে ১.০ লিটার ইঞ্জিনের মাইলেজ বেশি। এ ক্ষেত্রে ১.০ ইঞ্জিন ২১.৭৯ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে । আর ১.২ লিটার ইঞ্জিন ২০.৫২ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। এই গাড়ির দাম শুরু হয় ৪.৪৫ লক্ষ থেকে।