

ক্রমশই পরিবর্তিত হচ্ছে কর্মপদ্ধতি । বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি বাড়ছে প্রতিযোগিতা । শুধুমাত্র ডিগ্রি এখন যথেষ্ট নয়, তার সঙ্গে প্রয়োজন আরও বাড়তি কিছু বৈশিষ্ট্যের যা আপনাকে কাজের জায়গায় অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে।


মার্কিন লেবার ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী সেদেশের প্রায় ৭০ মিলিয়ন গ্র্যাজুয়েট কোনও কাজ পাননি কারণ তাঁদের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্য নেই ।


সময়ানুবর্তিতা-কাজের জায়গায় সময়ানুবর্তিতা বা টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত প্রয়োজন । সঠিক টাইম ম্যানেজমেন্ট না করতে জানলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা খুবই মুশকিল ।


মানিয়ে নেওয়ার ক্ষমতা-কাজের জায়গায় সবকিছু নিজের মতানুযায়ী হবে না সেক্ষেত্রে সবরকম চ্যালেঞ্জকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে কাজ করা উচিৎ ।


একে অপরকে সমর্থন- একা কাজ করার পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে টিম ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একে অপরকে সমর্থন করলে কাজের মানও ভাল হয়।


একাগ্রতা- যতক্ষণ কাজ করছেন মনোযোগ সহকারে করুন । এতে নিজের কাজের মানও ভাল হয় ও অন্যরাও কাজ করতে উৎসাহিত হয় ।