ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একাদশতম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন ৷ ফলে কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে আসতে শুরু করে দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Scheme 2020) ফলে ১০ কোটিও বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
সব মিলিয়ে প্রায় একুশ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ যদি কোনও কারণবশত কোনও লভ্যার্থীর অ্যাকাউন্টে টাকা না আসে সেক্ষেত্রে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকে (Ministry of Agriculture) অভিযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এর সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নেওয়া যাক ৷ যদি কোনও লভ্যার্থীর অ্যাকাউন্টে ২,০০০ টাকা না আসে সেক্ষেত্রে সর্বপ্রথম এলাকার কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
যদি সেখানে কোনও কাজ না হয় হেল্পলাইন নম্বরে ফোন করা যেতে পারে ৷ এই ডেস্ক প্রতি শুক্রবার খোলা থাকে (PM-KISAN Help Desk) নইলে ইমেলও করা যাবে (Email) pmkisan-ict@gov.in ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
যদি এরপরে কাজ না হয় 011-23381092 (Direct HelpLine) ফোন করতে পারেন ৷ কৃষিমন্ত্রক সূত্রে খবর য়দি কোনও কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme-এর টাকা পৌঁছছে না এমন বিষয় প্রকাশ্যে এলেই তৎক্ষণাৎ তার সমাধান করা হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
কোনও প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতি না সত্যি সত্যিই কোনও কারণে কৃষকের অ্যাকাউন্টে টাকা আসছেনা ৷ অত্যন্ত কম সময়ে ঠিক করার উদ্যোগ নেওয়া হবে ৷ কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকমের প্রচেষ্টা করা হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
এই যোজনার স্টেটাস নিজেও চেক করতে পারেন ৷ সেই জন্য আবেদন করতে পারেন ৷ যোজনার কৃষকদের ওয়েলফেয়ার সেকশন (Farmer’s Welfare Section) যোগাযোগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
দিল্লিতে এর ফোন নম্বর ও ইমেল আইডি 011-23382401, (pmkisan-hqrs@gov.in) ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
কৃষিমন্ত্রকের নম্বরেও ফোন করা যেতে পারে (Agriculture ministry helpline numbers) ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
পিএম কিষাণ টোলফ্রি নম্বর: 18001155266 পিএম কিষাণ হেল্পলাইন নম্বর:155261 পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর: 011—23381092, 23382401 পিএম কিষাণ হেল্পলাইন নম্বর: 011-24300606 পিএম কিষাণের অন্য হেল্পলাইন নম্বর: 0120-6025109 ৷ প্রতীকী ছবি ৷