

করোনার দ্বিতীয় স্রোতে ফের দেশবাসীর মনে একটি প্রশ্নচিহ্ন জেগে উঠছে সেটি হল আগামী ২৯ মার্চ রঙের উৎসব হোলি ৷ কিন্তু কীভাবে সতর্ক হয়ে এই উৎসব পালন করবেন সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷


সেই নিয়েই বাড়তি আনন্দ সাধারণ মানুষের মনে শুরু হয়েছে ৷ তবে সমস্যা একটা বিষয়কে কেন্দ্র করেই ৷ এবার হোলি পড়েছে ২৯ মার্চে অর্থাৎ একদম মাসের শেষ ৷ পকেট গড়ের মাঠ যখন তখনই উৎসব! প্রতীকী ছবি ৷


তবে এই সমস্যার সমাধান অতি সহজেই হতে পারে কেননা কেন্দ্রীয় সরকার কর্মীদের হোলির উৎসব পালনে একটি বিশেষ অফার নিয়ে এসেছে ৷ মোদি সরকারের স্পেশ্যাল ফেস্টিভ্যাল স্কিম অ্যাডভান্সের সুবিধা নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


এই প্রকল্পের অন্তর্গত ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্গত ৪,৫০০ টাকা পেতেন কর্মীরা সেটি বাড়িয়ে ১০,০০০ করা হয়েছে ৷ উৎসবের জন্য কর্মীরা এই টাকা সরকারের থেকে নিতে পারেন অগ্রিম হিসাবেই ৷ ফেরৎ দেওয়ার সময়ে কোনও সুদ দিতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷


এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়ার শেষ দিন ৩১ মার্চ ২০২১ ৷ কর্মচারীরা ১০টি কিস্তিতে এই টাকা ফেরৎ দিতে পারেন ৷ অর্থাৎ প্রতি মাসে ১,০০০ টাকা করে দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷


এর আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন উৎসবের জন্য প্রিলোডেড অর্থাৎ আগের থেকেই দেওয়া অগ্রিম অর্থ কর্মীদের অ্যাকাউন্টে চলে যাবে এটিএমের মাধ্যমে সেই টাকা তুলতে পারবে ৷ করোনা পরবর্তী সময়ে কন্দ্রীয় সরকার যেভা ডিএ বন্ধ করেছে বেশ চাপে পড়েছেন কর্মীরা ৷ কিন্তু এই সিদ্ধান্ত যে কিছুটা রেহাই দেবে তা বলাই বাহুল্য ৷ প্রতীকী ছবি ৷


আগামী পয়লা এপ্রিল ২০২১ থেকে সারা দেশে নিউ ওয়েজ কোড বা নতুন পারিশ্রমিক কোড কার্যকর হওয়ার আশায় রয়েছেন ৷ এরফলে বেতনের পরিকাঠামোতেও বদল আসবে ৷ এরফলে কর্মীদের বেসিক স্যালারি সিটিসির অর্ধেক হবে ৷ বাড়বে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমার পরিমাণও ৷ ছাড়াও সপ্তম বেতন কমিশন কার্যকর হলে এমনিতেই বাড়বে বেতন ৷ প্রতীকী ছবি ৷