ন্যূনতম ব্যালেন্স ও লেনদেনের নিয়মে বদল: বেশ কিছু ব্যাঙ্ক ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ন্যূনতম ব্যালেন্সে চার্জ ঘোষণা করেছে৷ একই সঙ্গে ব্যাঙ্কে তিনটি ফ্রি লেনদেনের পরের লেনদেন থেকে শুল্ক গুনতে হবে৷ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটক মহীন্দ্রা ও আরবিএল ব্যাঙ্কে এই চার্জ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে৷ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে শহরাঞ্চলে গ্রাহককে ন্যূনতম ২ হাজার টাকা ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে৷ যা আগে ১৫০০ টাকা ছিল৷ এই ব্যালেন্স না থাকলে শহরে ৭৫ টাকা, মফঃসলে ৫০ টাকা ও গ্রামে ২০ টাকা করে জরিমানা নেবে ব্যাঙ্ক৷