

পয়লা নভেম্বর থেকে বদলে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নিয়ম ৷ নয়া নিয়ম অনুসারে বেশ কিছু কাজ না করলে এরপর থেকে রিফিল গ্যাস পেতে অসুবিধায় পড়বেন গ্রাহকেরা ৷


রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে জালিয়াতি রুখতে নয়া নিয়ম জারি করেছে তেল কোম্পানি ৷ সঠিক গ্রাহককে চিনে নিতে এবার থেকে গ্যাস বুকিং করার সঙ্গে সঙ্গেই গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাঠানো হবে ৷ গ্যাস ডেলিভারির সময় সেই OTP না দিলে গ্যাস পাবেন না গ্রাহকেরা ৷


সরকারি তেল কোম্পানির মতে, নভেম্বর মাস থেকে দেশের ১০০ শহরে এই প্রক্রিয়াতেই চলবে এলপিজি রান্নার গ্যাস ডেলিভারি ফলে গ্রাহকের সঠিক মোবাইল নম্বর রেজিস্টার্ড করানো আবশ্যক ৷ রেজিস্টার্ড মোবাইল নম্বর গ্রাহকের সঙ্গে না থাকলে তিনি OTP পাবেন না৷ OTP না দিলে মিলবে না সিলিন্ডারও ৷ অতএব এখনই তেল কোম্পানিগুলি গ্রাহকদের নিজেদের নাম, মোবাইল নম্বর ও ঠিকানা সঠিকভাবে আপডেট করানোর অনুরোধ জানিয়েছে ৷