

সারা বছর নানা কাজে ছুটতে হয় ব্যাঙ্কে। কিন্তু ব্যাঙ্কে গিয়ে যদি দেখতে হয় তালা ঝুলছে তবে তো বিপত্তি। তাই আগেভাগেই জেনে জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে আগে চেক করে নিন এই লিস্ট ৷ নতুন বছরে জানুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৬ দিন ৷ এই ১৬ দিনের মধ্যে সামিল রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, ৪টে রবিবার ও একটি ন্যাশনাল হলিডে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা লিস্ট অনুযায়ী, সমস্ত রাজ্যের আলাদা আলাদা ছুটি মিলিয়ে এই লিস্ট তৈরি করা হয়েছে ৷


নতুন বছরে আইজল, চেন্নাই, গ্যাংটক, ইমফল ও শিলংয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া ১ জানুয়ারি ২০২১ দেশের অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক খোলাই থাকবে ৷ আইজলে ২ জানুয়ারিও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷


১ জানুয়ারি ২০২১- নতুন বছর২ জানুয়ারি ২০২১- নতুন বছর উদযাপন৩ জানুয়ারি ২০২১- রবিবার৯ জানুয়ারি ২০২১- দ্বিতীয় শনিবার১০ জানুয়ারি ২০২১- রবিবার১২ জানুয়ারি ২০২১- স্বামী বিবেকান্দের জন্মদিন১৪ জানুয়ারি ২০২১- মকর সংক্রান্তি১৫ জানুয়ারি ২০২১- তিরুবল্লুবর দিবস১৬ জানুয়ারি ২০২১- উঝাভর থিরুনাল১৭ জানুয়ারি ২০২১ - রবিবার২০ জানুয়ারি ২০২১- গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন২৩ জানুয়ারি ২০২১- চতুর্থ শনিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন২৪ জানুয়ারি ২০২১- রবিবার২৫ জানুয়ারি ২০২১- ইমোইনো ইরপা২৬ জানুয়ারি ২০২১- গণতন্ত্র দিবস৩১ জানুয়ারি ২০২১ - রবিবার