

সেপ্টেম্বর মাসে-র শুরুতেই এলপিজি-র দামের নতুন তালিকা সামনে এল৷ দেশের বিভিন্ন জায়গায় দাম বিভিন্ন রকম হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় রান্নার গ্যাসের৷ বেশ কয়েকটি জায়গায় দাম কমলেও , অনেক জায়গাতেই অপরিবর্তিত রয়েছে গ্যাসের দাম৷ তবে মধ্যবিত্তদের জন্য সুখবর পরপর ২ মাস গ্যাসের দাম প্রায় অপরিবর্তিত রইল ৷ অর্থাৎ সেভাবে কোনও জায়গাতেই গ্যাসের দাম বাড়েনি৷ Photo- File


ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের জন্য ৫৪৯ টাকা৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তালিকা অনুযায়ি মুম্বই -দিল্লি ২ টি শহরের জন্যে গ্যাস সিলিন্ডারের এটাই দাম থাকছে সেপ্টেম্বরের শুরুতে৷ ইনডেন ব্র্যান্ডের তত্বাবধানের প্রাপ্ত এলপিজি সিলিন্ডারের দাম এখন এটাই৷ Photo- File


এদিকে অসমের গুয়াহাটির জন্য দারুণ সুখবর তাদের শহরে গ্যাসের দাম এক ধাক্কায় ৩৩ টাকা কমে হয়েছে ৬১০ টাকা৷ Photo- File


তবে দিল্লি ও মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও কলকাতা ও চেন্নাইতে অতি সামাণ্য পরিবর্তন হয়েছে৷ গত মাসে কলকাতায় সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা আর চেন্নাইতে দাম ছিল ৬১০ টাকা৷ সেটা এ মাসে হয়েছে যথাক্রমে ৬২০ টাকা ৫০ পয়সা ও ৬১০ টাকা ৫০ পয়সা ৷ Photo- File


বর্তমানে সরকার ভর্তুকি যুক্ত ১২ টি সিলিন্ডার দেয় পরিবার পিছু৷ এই সিলিন্ডার গুলি ওজন থাকে ১৪.২ কিলোগ্রাম৷ তবে এর চেয়ে বেশি কোনও পরিবারে গ্যাস লাগলে সেখানে বাজার মূল্যেই তাঁদের গ্যাস কিনতে হয়৷ Photo- File