

বয়স্কদের জন্য LIC-এর বিশেষ যোজনা এবার বন্ধ হতে চালেছে ৷ অনন্ত এমনটাই জানা গিয়েছে ৷ এই যোজনার নাম প্রধানমন্ত্রী ব্যায় বন্দনা যোজনা (PMVVY) ৷ প্রতীকী ছবি ৷


জানা গিয়েছে আগামী ৩১ মার্চ ২০২০ সালের মধ্যে বন্ধ হতে চলেছে এই যোজনা ৷ (PMVVY) ১০ বছরে মাসে ১০,০০০ টাকা করে সুনিশ্চিত আয়ের বিপুল সুযোগ ৷ প্রতীকী ছবি ৷


যদি কোনও গ্রাহকে এই যোজনায় ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে থাকেন সেক্ষেত্রে তিনি ১০,০০০ টাকা করে মাসে পেনশন পাবেন ৷ এই বিমায় বিনিয়োগের সময় সীমা প্রথমে ৪ মে ২০১৭ থেকে ৩ মে ২০১৮ পর্যন্ত ছিল ওবং সেটি বেড়ে হয়েছে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


৩১ মার্চ ২০২০ এরপরে যোজনা বন্ধ হচ্ছে ৷ এমন গ্রাহকেরা রয়েছেন যাঁরা যাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি হবে তাঁরা ১০ বছর টাকা জমানোর পরে ৮ থেকে ৮.৩ শতাংশ হারে পেনশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷


পেনশনের পরিমাণ সর্বাধিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ১,০০০ টাকা প্রতি মাসে ৷ অর্থাৎ ত্রৈমাসিক ৩,০০০, সন্মাসিক ৬,০০০ ও একবছরে ১২,০০০ টাকা সর্বনিমন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


সর্বাধিক সেই নিয়ম হয়ে দাঁড়াবে ১০,০০০ টাকা, ত্রৈমাসিক ৩০,০০০ টাকা, সান্মাসিক ৬০,০০০ টাকা, এক বছরে ১,২০,০০০ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷