

িি স্বল্প আয় সম্পন্ন মানুষের জন্য ভারতীয় জীবন বিমা নিগমের স্বল্প আয় সম্পন্ন মানুষদের জন্য মাইক্রো বচত পলিসি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷


একগুচ্ছ সুবিধা রয়েছে এই মাইক্রো সেভিংস পলিসিতে ৷ এই পলিসিতে রয়েছে ঋণের বিশেষ সুবিধাও ৷ যাঁরা নিয়মিত প্রিমিয়াম দিয়ে থাকেন এই পলিসির ক্ষেত্রে তাঁরা বিশেষ লাভবান হতে পারেন ৷ এই বিমায় ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা রয়েছে ৷ এই পলিসিতে পলিসি ও লয়্যালটির সুবিধাও রয়েছে ৷ কোনও গ্রাহক যদি ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা করেন সেক্ষেত্রে এই পলিসির বিশেষ সুবিধা পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


১৮ থেকে ৫৫ বছর বয়সীরা এই পলিসি করতে পারেন ৷ এই পিলিসি করতে গেলে কোনও প্রকারের ডাক্তারী পরীক্ষায় প্রয়োজন হয়না ৷ টানা তিন বছর প্রিমিয়াম জমা দেওয়ার পরে কোনও গ্রাহক যদি প্রিমিয়াম আর না জমা দিতে পারেন সেক্ষেত্রে পরবর্তী ছয় মাস বিমার সুবিধা পাবেন তিনি ৷ প্রতীকী ছবি ৷


১০ থেকে ১৫ বছরের এই পলিসি ৷ মাসিক, ত্রৈমাসিক, সান্মাসিক ও বাৎসরিক প্রিমিয়ামের সুবিধা রয়েছে ৷ এর সঙ্গে দুর্ঘটনার বিমার সঙ্গেও জোড়া যেতে পারে, সেক্ষেত্রে আলাদা প্রিমিয়াম দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷


প্রতিদিন মাত্র ২৮ টাকা করে জমালেই ১৫ বছরে ৫১.৫ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে যাঁদের বয়স ১৮ বছর, ২৫ বছর বয়সীদের ৫১.৬০ হাজার, ৩৫ বছর বয়সীরা ৫২.২০ হাজার টাকা দিতে হবে ৷ ১০ বছরের প্ল্যানে প্রিমিয়াম ৮৫.৪৫ থেকে ৯১.৯ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ মোট প্রিমিয়ামে ২ শতাংশ ছাড় মিলবে ৷ বিমাটি কেনার পছন্দ না হলে ১৫ দিনের মধ্যে ফেরৎ দেওয়া যাবে ৷ ৩৫ বছর বয়সী কোনও মানুষ ১ লক্ষ টাকার পলিসি যদি করে থাকেন সেক্ষেত্রে বছরে ৫,১১৬ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ চালু বিমার ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধা আছে ৷ প্রতীকী ছবি ৷


৩৫ বছর বয়সী কোনও ব্যক্তি যদি ১৫ বছরের জন্য পলিসি করে থাকেন সেক্ষেত্রে বছরে ৫২.২০ টাকা দিতে হবে (১ হাজার টাকার পলিসিতে) ৷ কোনও মানুষ যদি ১ লক্ষ টাকার প্রিমিয়াম জমা করে থাকেন সেক্ষেত্রে ৫২.২০X১০০X২ অর্থাৎ ১০,৩০০ টাকা জমা করতে হবে ৷ রোজ ২৮ টাকা করে মাসে ৮৪০ টাকা করে সঞ্চয় করার সুয়োগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷