দেশের সবচেয় বড় ইনস্যুরেন্স সংস্থা LIC বেশ কয়েকটি নতুন প্ল্যান নিয়ে এসেছে যার সম্বন্ধে অনেকেই জানেন না ৷ LIC এর বেশি একটি পলিসি রয়েছে যা থেকে অপনি লাভবান হবে ৷ এই পলিসির নাম অক্ষয় VI যোজনা ৷ একটি সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান ৷ এতে একবার ইনভেস্ট করলেই সারা জীবন ভালো অঙ্কের পেনশন পাবেন গ্রাহকরা ৷ এই পলিসি থেকে প্রত্যেক বছর ৬৫০০ টাকা আপনার আয়ের সঙ্গে যোগ হতে থাকবে ৷ এই যোজনায় ইনভেস্ট করার জন্য ৭টি বিকল্প প্ল্যান রয়েছে ৷ আপনি আপনার পছন্দ যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন ৷