কীভাবে শুরু করবেন বন্ধ হয়ে যাওয়া পলিসি- আপনার পলিসির বকেয়া প্রিমিয়াম যদি ১ লাখ টাকার বেশি হয় তাহলে আপনাকে লেট পেমেন্টে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে ৷ অথার্ৎ সর্বোচ্চ ১৫০০ টাকা ৷ যদি আপনার বকেয়া প্রিমিয়াম ৯০০০০ টাকা হয় তাহলে লেট পেমেন্ট চার্জ ১২০০০ টাকা হয় ৷ ১২০০০ টাকায় আপনাকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে ৷
তবে যাদের পলিসি ছ’মাসের কম বা তিন বছরের বেশি বন্ধ রয়েছে তারা এই সুবিধা পাবেন না ৷
পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার বিভিন্ন মোড হয় যেমন বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক ৷ যদি আপনি কোনও ভাবে প্রিমিয়াম দিতে না পারেন তাহলে এলআইসি বার্ষিক ও অর্ধ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে ন্যূনতম ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়ে থাকে ৷ প্রতি মাসের প্রিমিয়াম হলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়ে থাকে ৷ ৬ মাসের মধ্যে প্রিমিয়াম না দিলে পলিসি বন্ধ করে দেওয়া হয় ৷