বর্তমান অর্থবর্ষে ত্রৈমাসিক মোট ক্ষতির মুখ দেখেছে এলআইসি ৫৭,০০০ কোটি টাকা ৷ এলআইসির টাকা সব থেকে বেশি বিনিয়োগ করা হয়েছে FMCG সেক্টরের একটি সংস্থায়, ITC-তে সরাসরি, এসবিআই, ওএনজিসি, এল অ্যান্ড টি, কোল ইন্ডিয়া, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, রিলায়েন্স ইন্ডাসট্রিজে বিনিয়োগ করেছে ৷ প্রতীকী ছবি ৷