সম্প্রতি একাধিক নতুন পলিসি নিয়ে হাজির হয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন ৷ তবে এখনও অনেকেই এই বিষয়ে জানেন না ৷ এই পলিসিগুলির মধ্যে একটি হল এলআইসি নিউ মানি ব্যাক যোজনা (২৫ বছর) ৷ এটি একটি নন লিঙ্কড লাইফ ইনস্যুরেন্স পলিসি যা গ্যারেন্টিড রিটার্ন ও বোনাস দিয়ে থাকে ৷ এই পলিসিতটি ২৫ বছরের জন্য হলেও আপনাকে মাত্র ২০ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে ৷ ১৩ থেকে ৪৫ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই পলিসিতে টাকা ইনভেস্ট করতে পারবেন ৷