LIC ৷ বর্তমানে ভারত সরকারের অধীনস্থ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা এটিই ৷ ভারতীয় জীবন বিমা নিগমই প্রথম ‘জীবন শান্তি’ বীমা চালু করে ৷ সেই পলিসিতেই এবার হতে চলেছে নয়া সংযোজন ৷
2/ 7
ধরে নেওয়া যাক, কেউ এই স্কিমের অধীনে ৫০ বছর ধরে কেউ যদি ১০,১৮,০০০ টাকা জমায় ৷ তাহলে সে ৬৫,৬০০ টাকা বার্ষিক পেনশন পেতে পারেন ৷
3/ 7
এই নয়া প্ল্যানে যিনি নাম অন্তর্ভুক্ত করতে চাইবেন, তাকে বছরে একবারই প্রিমিয়াম দিতে হবে ৷ যদি joint life annuity অপশনে কেউ নিজের নাম অন্তর্ভুক্ত করেন ৷ তাহলে তার সন্তান, বাবা-মা, দাদু-ঠাকুমা, নাতি-নাতনিও এই বিমার লভ্যাংশ পেতে পারেন ৷
4/ 7
অনলাইনেও আপনি এই পলিসিটি কিনতে পারেন ৷ LIC-র এই বিমাটির যিনি করবেন তিনি তো সাহায্য পাবেনই, তার পাশাপাশি তার পরিবারের লোকজনও এই বিমাটি থেকে টাকা পেতে পারেন ৷
5/ 7
LIC এজেন্ট রাজেশ কুমার ত্যাগীর কথায়, এই জীবন শান্তি একটি অসাধারণ বিমা ৷ এই বিমা করলে আপনি কি সুবিধা পেতে পারেন ? লোনের সুবিধা, বিমা শুরু করার ১ থেকে ২০ বছরের মধ্যে আপনি যখন খুশি ইচ্ছে পেনশন তুলতে পারেন ৷ ৫ বছর পর ৯.১৮শতাংশ হারে পেনশন পাবেন ৷ ২০ বছর পর ১৯.২৩ শতাংশ হারে পেনশন পেতে পারেন আপনি ৷
6/ 7
Deferred অপশনের অন্তর্ভুক্ত হলে কীভাবে পাবেন আপনি পেনশন ? ১ বছর পর- বছরে 69300 টাকা প্রতি বছরে, ৫ বছর পর- 91800 টাকা প্রতি বছরে, ১০ বছর পর- 128300 টাকা প্রতি বছরে, ১৫ বছর পর- 69500 টাকা প্রতি বছরে, ২০ বছর পর-192300 টাকা প্রতি বছরে ৷
7/ 7
৩০-৮৫ বছর বয়স পর্যন্ত আপনি এই এলআইসি-তে নিজের নাম নথিভুক্ত করতে পারেন ৷