ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির পক্ষ থেকে পলিসি গ্রাহকদের কাছে একটি বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
2/ 6
নতুন পলিসি লঞ্চ করেছে এটিকে টেক টার্ম পলিসি বলা হয় ৷ এটি টেবিল নন্বর ৮৫৪ ৷ UIN নম্বর 512N333V01 ৷ প্রতীকী ছবি ৷
3/ 6
LIC Tech Term প্ল্যান ১০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত করা যাবে ৷ নিজের সুবিধা অনুযায়ী এই প্ল্যান বাছতে পারেন গ্রাহকেরা পলিসির ক্ষেত্রে সর্বাধিক বয়স ৮০ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 6
পলিসি ধারকেরা সহজেই প্রিমিয়াম দিতে পারবেন ৷ কোয়াটারলি, অর্ধবার্ষিক, ও বার্ষিক হারে টাকা জমাতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 6
ক্লেমের বিকল্প ২টি পাওয়া যাবে ৷ অনলাইনে এই প্রকল্পটি কিনতে www.licindia.in ওয়েবসাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 6
৮০সি ধারা অনুযায়ী আয়করে ছাড় পাওয়া যাবে ৷ পিলসির টাকা দেওয়া যাবে প্রিমিয়ামের টাকা, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে ৷ প্রতীকী ছবি ৷