

সপ্তাহখানেক আগেই দ্বারোদঘাটন হয়েছিল ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার নতুন বিলাসবহুল হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলের ৷ Story- Siddhartha Sarkar


বাইপাসের ধার দিয়ে যাওয়ার সময় নির্মীয়মাণ এই বিলাসবহুল হোটেল কারোর নজরে পড়েনি, এমন মানুষ এ শহরে খুঁজে পাওয়া শক্ত ৷ অবশেষে পথ চলা শুরু হল কলকাতায় ITC-র দ্বিতীয় সুপার প্রিমিয়াম লাক্সারি হোটেলের ৷


৪.১৬ লক্ষ বর্গফুটের উপর নির্মিত বিশাল এই হোটেলের ঘরের সংখ্যা ৪৫৬ ৷ পাশে লাগোয়া আইটিসি সোনার ধরলে সবমিলিয়ে ৬৯৩টি ঘর রয়েছে এখানে ৷ গোটা ভারতে আইটিসি-র এটি সর্ববৃহৎ হোটেল ৷ এর আগে চেন্নাইয়ের গ্র্যান্ড চোলাই ছিল আইটিসি-র এদেশে সবচেয়ে বড় হোটেল ৷ যাকে সহজেই টপকে গেল আইটিসি সোনার এবং রয়্যাল বেঙ্গল ৷ গত ১০০ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় সংস্থার হেডকোয়ার্টার ৷ তাই এখানে একটা ‘আইকনিক’ হোটেল বানানোর ইচ্ছে আইটিসি-র অনেক বছর ধরেই ছিল ৷ রয়্যাল বেঙ্গলের পথ চলা শুরু হওয়ায় সেই লক্ষ্যে অবশেষে সফল আইটিসি ৷


১০৪টি বিলাসবহুল স্মার্ট রুম, ৮২টি সার্ভিস অ্যাপার্টমেন্ট, ‘কায়া-কল্পা, দ্য রয়্যাল স্পা’... কী নেই এই হোটেল ৷ ১০৫৬ বর্গফুটের ১২টি লাক্সারি স্যুটের পাশাপাশি ৬,৬২০ বর্গফুটের ‘দ্য গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুট’ এবং ৩,৫০০ বর্গফুটের ‘দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট’-এ থাকছে বিলাসিতার সব রকম উপকরণ।


হোটেলের ব্যাঙ্কোয়েট এবং কনভেনশন ফেসিলিটিস কভারিং এরিয়া ৬১০০০ বর্গ ফুট ৷ বিশাল ব্যাঙ্কোয়েট হল যে কোনও অনুষ্ঠান এবং বিজনেস মিটিংয়ের জন্য আদর্শ ৷ আইটিসি সোনার এবং রয়্যাল বেঙ্গল দুটি হোটেল মিলিয়ে রয়েছে মোট ১৫টি রেস্তোরাঁ, ২২টি মিটিং ভেন্যু ৷ রয়্যাল বেঙ্গলের ১৪ তলায় স্যুইমিং পুল, স্পা ও বিশাল জিম সেন্টার অতিথিদের নজর কাড়তে বাধ্য ৷