

প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতির মধ্যে অন্যতম রেশন কার্ড ৷ সেই রেশন কার্ড বন্ধ হওয়া নিয়ে কোনও তথ্য আছে বা কোনও খবর দেওয়া হয়েছে? প্রতীকী ছবি ৷


এমন কোনও খবর যদি থাকে তাহলে সাবধান হওয়ার দিন এসেছে ৷ বেশ কিছুদিন আগে একটি খবর ভাইরাল হয়েছে ৷ যেখানে লেখা ছিল কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছে তিন মাস পর্যন্ত রেশন কার্ড ব্যবহার না করলে তা বন্ধ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷


সত্যি কি আপনারও রেশন কার্ড বাতিল হতে চলেছে? পিআইবি একটি ট্যুইটের ভিত্তিতেই বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য সরকারগুলিকে নির্দেশ জারি করেছে যে তিন মাস পর্যন্ত রেশন কার্ড ব্যবহার না করলে সেই কার্ড বাতিল হতে পারে , এমন খবরই বাজারে রটেছে ৷ প্রতীকী ছবি ৷


পিআইবির পক্ষ থেকে সত্যতা যাচাই করে জানিয়েছে এই দাবি এক্কেবারে ভুল ৷ কেন্দ্রীয় সরকার এমন কোনও নির্দেশিকা জারি করেনি বা রেশন কার্ডের নিয়মেও কোনও পরিবর্তন করেনি ৷ প্রতীকী ছবি ৷


এই ধরনের কোনও মেসেজ জন সাধারণ যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে পিআইবি ফ্যাক্ট চেকের জন্য https://factcheck.pib.gov.in/ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 অথবা ই-মেলও করতে পারেন pibfactcheck@gmail.com অথবা যাবতীয় তথ্য পেতে লগইন করুন https://pib.gov.in. প্রতীকী ছবি ৷