বিমা সংস্থা LIC এর কাছে পলিসি হোল্ডারদের প্রায় ১৬৮৮৭.৬৬ কোটি টাকা আনক্লেমড পড়ে রয়েছে ৷ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত পরিসংখ্যা অনুযায়ী এত টাকা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷ IRDAI বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে এই সমস্ত পলিসিহোল্ডারদের যোগাযোগ করে তাদের টাকা দিয়ে দেওয়ার জন্য ৷ আপনার টাকাও কী রয়েছে ? তাহলে এইভাবে চেক করে নিন ৷
এর জন্য পলিসি নম্বর, প্যান নম্বর, নাম ও আধার কার্ডের নম্বরের মতো তথ্যের দরকার পড়বে ৷ বিমা সংস্থার তরফে ওয়েবসাইটে তাদের পলিসিহোল্ডারকে আনক্লেমড টাকার বিষয়ে জানাতে হবে ৷ প্রত্যেক ছ’মাসে সংস্থার তরফে এই তথ্য জানাতে হবে ৷ সমস্ত সংস্থার ওয়েবসাইটে এই সুবিধা থাকবে ৷ বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে-https://customer.onlinelic.in/LICEPS/portlets/visitor/unclaimedPolicyDues/UnclaimedPolicyDuesController.jpf