

এবার থেকে বুকিং করার পর গ্যাস সিলিন্ডারের জন্য আর ২-৩ দিন অপেক্ষা করতে হবে না ৷ এলপিজি সংস্থা এবার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন পরিষেবা ৷ এলপিজি তৎকাল পরিষেবা ৷ এই পরিষেবার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে আপনার বাড়ি পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার ৷ অর্থাৎ যেদিন গ্যাস বুকিং করবেন সেদিনই সিলিন্ডার পেয়ে যাবেন ৷ IOC-র তরফে প্রথমে প্রত্যেক রাজ্যের একটি শহরে এই পরিষেবা চালু করা হবে ৷


Business Standard এর প্রকাশিত খবর অনুযায়ী, IOC প্রত্যেক রাজ্যের একটি শহর বা জেলা সিলেক্ট করবেন যেখানে প্রথমে এই সুবিধা দেওয়া হবে ৷ সরকারি তেল সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও এই সংক্রান্ত কাজ চলছে ৷ শীঘ্রই এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷


সংস্থার তরফে জানানো হয়েছে, পয়লা ফেব্রুয়ারি এই পরিষেবা চালু করা হতে পারে ৷ দেশে বর্তমানে ২৮ কোটি এলপিজি গ্রাহক রয়েছে ৷ এর মধ্যে ১৪ কোটি গ্রাহক ইন্ডেন গ্যাস ব্যবহার করেন ৷