১০০ টাকার করে রোজ সেভিংস করা খুব একটা বড় ব্যাপার নয় সাধারণ মধ্যবিত্তের জন্য ৷ আর যখন বাচ্চাদের জন্য সেভিংসের কথা হয় তাহলে কাজটি আরও সহজ হয়ে যায় ৷ এবার সাধারণ মধ্যবিত্তের জন্য আরও একটি লাভজনক স্কিম নিয়ে হাজির LIC ৷ লাই ইনস্যুরেন্সের এই স্কিমে প্রতিদিন ১০০ টাকা করে ইনভেস্ট করে প্রায় ১৩ লাখ টাকার ফান্ড জমা করতে পারবেন ৷ নতুন এই স্কিমের নাম New Childrens Money Back Plan 832 ৷