গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার উদ্দেশ্য লাগাতার নতুন পদক্ষেপ নিয়ে চলেছে ই-ওয়ালেট সংস্থা পেটিএম ৷ সম্প্রতি পেটিএম গ্রাহকদের জন্য শুরু করেছে নতুন একটি পরিষেবা ৷ মাত্র ১০০ টাকা খরচ করেও এই পরিষেবার সুবিধা পেতে পারেন আপনিও ৷ এতে ব্যাঙ্কের এফডি থেকে বেশি সুদ পাবেন আপনি ৷
2/ 4
ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে Paytm Money ৷ এর মাধ্যমে গ্রাহকরা মিউচ্যুয়াল ফান্ড কিনতে পারবেন ৷ তবে এর জন্য কেওয়াসি করাতে হবে ৷ ২০২৩ পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ ২ কোটি থেকে বেড়ে ৫ কোটি হয়ে যাবে ৷ পেটিএম মানির সাহায্য আপনার স্মার্টফোন থেকে মিউচ্যুয়াল ফান্ড কিনতে পারবেন ৷
3/ 4
সংস্থার তরফে জানানো হয়েছে, ‘Paytm Money-র জন্য ইতিমধ্যেই 8,50,000 জন লঞ্চ হওয়ার আগেই রেজিষ্টার করে ফেলেছেন ৷ এর মধ্যে ৯৬ শতাংশ রেজিষ্ট্রেশন মোবাইল ডিভাইসের মাধ্যমে করা হয়েছে ৷
4/ 4
ব্যবহারকারীদের তাদের রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি-তে এই বিষয়ে সমস্ত তথ্য পাঠানো হবে ৷