

নতুন আর্থিক বছর শুরু হয়ে গিয়েছে ৷ আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে নতুন কোনও প্ল্যানিং করার কথা ভাবেন তাহলে পোস্ট অফিসের এই স্কিম আপনার জন্য লাভবান হতে পারে ৷ এই স্কিমে প্রতি মাসে আপনার ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে এই স্কিম তাদের জন্য লাভজনক হতে পারে যারা বাড়তি আয়ের কথা ভাবছেন ৷ এছাড়া যাদের রেগুলার ইনকাম নেই তাদের ক্ষেত্রেও এই স্কিম অত্যন্ত লাভবান হতে পারে ৷


পোস্ট অফিসের মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম বা পিওএমআইএস-এ ইনভেস্ট করতে পারেন আপনিও ৷ এটি একটি সরকারি যোজনা যাতে একবার টাকা ইনভেস্ট করার পর প্রতি মাসে আপনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন ৷ পাশাপাশি পেয়ে যাবেন চারটি বিশষ সুবিধা ৷


যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ব্যাঙ্কের ফিক্স ডিপোজিটের থেকে বেশি রিটার্ন মিলবে এই স্কিমে ৷ এর জেরে প্রতি মাসে আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন ৷ স্কিম পুরো হয়ে যাওয়ার পর আপনার জমানো টারা পুরোটাই পেয়ে যাবেন ৷


আপনার সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে ৷ যে কোনও পোস্ট অফিসে গিয়ে আধার, ভোটার বা প্যান কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷


এই স্কিমে সিঙ্গল অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন ৷ কমপক্ষে ১৫০০ টাকা জমা করা যেতে পারে ৷ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টের রিটার্নে আপনার কোনও ট্যাক্স কাটবে না ৷ এই অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন বার্ষিক ৭.৩ শতাংশ সুদ ৷