কন্যাদান যোজনা নামে জনপ্রিয় এই প্ল্যান ৷ এই যোজনায় প্রত্যেক দিন ১২১ টাকার হিসেবে মাসে ৩৬০০ টাকার প্রিমিয়াম দিলে এই প্ল্যান আপনিও করাতে পারবেন ৷ তবে এর চেয়ে বেশি বা কম টাকার প্রিমিয়ামেও করা যেতে পারে এই যোজনা ৷ এই প্ল্যানের নাম আসলে কন্যাদান নয় ৷ তবে পলিসি এজেন্টরা এই নামেই এই পলিসি বিক্রি করে থাকেন ৷