এই পলিসির নাম অক্ষয় VI যোজনা ৷একটি সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান ৷ এতে একবার ইনভেস্ট করলেই সারা জীবন ভালো অঙ্কের পেনশন পাবেন গ্রাহকরা ৷ এই পলিসি থেকে প্রত্যেক বছর ৬৫০০ টাকা আপনার আয়ের সঙ্গে যোগ হতে থাকবে ৷ এই যোজনায় ইনভেস্ট করার জন্য ৭টি বিকল্প প্ল্যান রয়েছে ৷ আপনি আপনার পছন্দ যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন ৷
মৃত্যুর পরও মিলবে পেনশন-
এতে এমন একটি প্ল্যান রয়েছে যাতে আপনার মৃত্যুর পরও আপনার জীবন সঙ্গী পেনশন পাবেন ৷ সিঙ্গল প্রিমিয়াম প্ল্যানে আপনাকে কেবল একবার ইনভেস্ট করতে হবে ৷ তাই LIC ইনভেস্ট করার সময়ই বলে দেয় আপনি সারা জীবন এই পলিসি থেকে কত টাকা পেতে পারেন ৷ কীভাবে রিটার্ন নেবেন তারও অনেক অপশন রয়েছে ৷ যদি আপনি প্রত্যেক মাসে রিটার্ন পেতে চান তাহলে ইনভেস্ট করার পরের মাস থেকেই রিটার্ন পেতে পারেন ৷ যদি বার্ষিক অপশন নেন তাহলে পরের বছর থেকে প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে ৷ এই প্ল্যানের জন্য কোনও মেডিকেল পরীক্ষার দরকার নেই ৷
প্রত্যেক মাসে কত পেনশন পাবেন-
LIC এর এক আধিকারিক জানিয়েছেন, এই প্ল্যানে ইনভেস্ট করার ৭টি প্ল্যান রয়েছে ৷ এখানে ১ লাখ টাকা ইনভেস্ট করলে ৬৪১০ থেকে ৬৭৫০ টাকার মধ্যে প্রত্যেক বছর আপনি পেনশন পাবেন ৷ যদি প্রত্যেক বছর ১ লাখ টাকা করে দেন তাহলে আজকের হিসেব অনুযায়ী প্রত্যেক বছর আপনার আয় ৬.৫ হাজার টাকা করে বাড়তে থাকবে ৷
কত টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ?
এই পলিসির অন্তর্ভুক্ত যে কোনও প্ল্যানে এজেন্টের মাধ্যমে আপনি ন্যূনতম ১ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ অনলাইনের ক্ষেত্রে ন্যূনতম ১.৫ লাখ টাকা ৷ সর্বোচ্চ টাকার ক্ষেত্রে কোনও লিমিট নেই ৷ এই প্ল্যানে ৩০ বছর থেকে ৮৫ বছর পর্যন্ত যে কোনও ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন ৷ এই প্ল্যানে ইনভেস্ট করলে আপনি ইনকাম ট্যাক্সেও ছাড় পাবেন ৷ তবে এই পলিসি আপনি সারেন্ডার করতে পারবেন না ৷ পাশাপাশি এই ভিত্তিতে আপনি লোন নিতে পারবেন না ৷