আপনি কী জমানো টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন ? সেভিংসে টাকা রেখে আপনি নিজের লোকসান করছেন ৷ কারণ বেশিরভাগ ব্যাঙ্ক সেভিংসে রাখা টাকায় ৩.৫ থেকে ৪ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ এর চেয়ে বাজারের মূল্যবৃদ্ধি অনেকটাই বেশি ৷ ফলে আপনার রিটার্ন নেগেটিভ হিসেবে ধরা হবে ৷ অথার্ৎ সেভিংস থেকে যা রিটার্ন পাবেন তার থেকে আপনার খরচ বেশি হচ্ছে ৷ কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকা অন্য স্কিমে ইনভেস্ট করলে পেতে পারেন দ্বিগুন রিটার্ন ৷
সেভিংস অ্যাকাউন্টের মতো একটি স্কিম মিউচ্যুয়াল ফান্ডের লিক্যুইড ফান্ড ৷ লিক্যুইড ফান্ড ডেট মিউচ্যুয়াল ফান্ড, যা গর্ভমেন্ট সিকিউরিটিজ, সার্টিফিকেট অফ ডিপোজিট-সহ অন্য ডেট ইনস্যুরেন্সে ইনভেস্ট করে থাকে ৷ এগুলি এমন ফান্ড যেখানে অল্প সময় অথার্ৎ মাত্র ৯১ দিনের জন্যেও ইনভেস্ট করা যায় ৷ এতে রিস্কও কম থাকে ৷ বেশ কয়েকটি ভাল ফান্ড রয়েছে যেখানে বছরে ৭.৬ শতাংশ রিটার্ন পাওয়া যাবে অথার্ৎ সেভিংস অ্যাকাউন্টের থেকে ডবল রিটার্ন ৷