

ক্রমাগত যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের (Essential Comodities) দাম বাড়ছে (Price Hike) তা নিয়ে রীতিমত সাধারণ মানুষ ৷ চাল (Rice) ,ডাল, আটা (Wheat), সরষের তেল (Mustard Oil), রিফাইন তেল (Refine Oil), চা (Tea) থেকে নুন (Salt) লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম ৷ প্রতীকী ছবি ৷


কেন্দ্রীয় সরকার (Narendra Modi Government) সূত্রে খবর বিগত এক বছরে তেলের দাম (Cooking oil, Edible Oil) বেড়ছে ৪৭ শতাংশ ৷ ডালের দাম ১৭ শতাংশ ও চায়ের (Tea) দাম ৩০ শতাংশ বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷


সেক্ষেত্রে চালের (Rice Price) দাম ১৪.৬৫ শতাংশ, আটার দাম ৩.২৬ শতাংশ বেড়েছে, সেক্ষেত্রে চিনির (Sugar) দাম একটু সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


সূত্রের খবর বিগত ১ বছরে পাম তেলের (Palmoline) দাম ৮৭ টাকা লিটার থেকে আক লাফে ১২১ টাকা হয়েছে ৷ সূর্যমুখী তেলের (Sunflower Oil) দাম ১০৬ টাকা থেকে ১৫৭ টাকা, বনস্পতি (ডালডা) ৮৮ টাকা কেজি থেকে ১২১ টাকা হয়েছে ৷ সরষের তেল (Mustard Oil) ১১৭ টাকা কেজি থেকে ১৬১-১৬০ টাকা কেজি হয়েছে ৷ বাদামের দামও হয়েছে আকাশছোঁয়া ১৩৯ টাকা থেকে ১৬৫ টাকা হয়েছে, সয়া তেল (Soya Oil) ৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৩টাকা লিটার ৷ প্রতীকী ছবি ৷


ভোজ্য তেলের (Cooking Oil, Edible Oil) দামের সঙ্গে খুচরো চায়ের (Tea Retails) দামেও এসেছে পরিবর্তন এক বছরে খুটরো চায়ের দাম ২১৭ টাকা থেকে ২৮১ টাকায় পৌঁছেছে ৷ চায়ের দাম মোট ২৯ শতাংশ বেড়েছে ৷ নুনের (Salt Price) দাম ১০ শতাংশ ও দুধের দাম ৭ শতাংশ বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷