Home » Photo » business » বড় সুখবর!‌ উৎসবের মরশুমে চলবে ২০০ স্পেশাল ট্রেন, জানাল ভারতীয় রেল

বড় সুখবর!‌ উৎসবের মরশুমে চলবে ২০০ স্পেশাল ট্রেন, জানাল ভারতীয় রেল

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও ভিকে যাদব বৃহস্পতিবার জানিয়েছেন, যাত্রীদের ভিড় সামলাতেই ভারতীয় রেলের পক্ষ থেকে উৎসবের মরশুমে ‌এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।