যাঁরা ট্রেনে যাত্রা করেন তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ বেশ কিছু সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যখন ট্রেনে সফর করতে হয় আমাদের ৷ এই সময়ে সমস্যার কোনও কিছুই নেই ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
রিজারভেশন (Reservation Rules) না করেই ট্রেনে যাত্রা করা যেতে পারে ৷ আগে এমন পরিস্থিতি সৃষ্টি হলে তৎকাল টিকিটের (Tatkal Ticket Booking Rules) একটি অপশন থাকত ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
বর্তমানে তৎকাল টিকিট পাওয়াটা মোটেই সহজসাধ্য বিষয় নয় ৷ তবে বর্তমানে এই পরিস্থিতি আরও সহজ ও সরল করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
যদি ট্রেনের রিজারভেশনের কনফার্ম টিকিট না থাকে সেক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে (Platform Ticket Rules) ট্রেনে চড়তে পারেন ৷ এই নিয়ম ভারতীয় রেলের পক্ষ থেকে বলবৎ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
এর জন্য প্ল্যাটফর্ম টিকিট নিয়ে তাড়াতাড়ি টিটিই বা টিকিট পরীক্ষকের সঙ্গে দেখা করতে হবে ৷ টিকিট পরীক্ষকই গন্তব্যস্থলের টিকিট করে দেবেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
বেশ কয়েকবার দেখতে পাওয়া গিয়েছে আসন খালি না থাকল টিকিট পরীক্ষক টিকিট দিতে অস্বীকার করতে পারেন ৷ কিন্তু ট্রেনে যাত্রা করতে আটকাতে পারেন না ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
যদি কনফার্ম টিকিট না থাকে সেক্ষেত্রে মোট টিকিটের টাকা সঙ্গে ২৫০ টাকা জরিমানা হিসাবে দিয়ে টিকিট করে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
সাধারণ মানুষের সুবিধা দেখেই এই নতুন নিয়ম করা হয়েছে যাতে যাত্রীগণের যাত্রাকালে খুব কম সমস্যার সম্মুখীন হতে হয় ৷ প্রতীকী ছবি ৷