যদি আপনার টিকিট RAC হয়, তাহলে বাতিল করার জন্য ৬০ টাকা বাতিল করার চার্জ ধার্য করা হবে। অন্যদিকে, আপনি যদি নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করেন, তাহলে ফার্স্ট এসি/এক্সিকিউটিভ ক্লাসের জন্য বাতিলকরণ চার্জ ২৪০ টাকা। (প্রতীকী ছবি)