ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। এবার অন্যদের থেকে কম টাকাতেই ট্রেনের এসি কোচের টিকিট কাটতে পারবেন ভারতীয় রেলের যাত্রী সাধারণ (Indian Railways)। রেলযাত্রীদের জন্য এমনই সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ((IRCTC)) এবং ব্যাঙ্ক অফ বরোদার মালিকাধীন সংস্থা বিওবি ফিনান্সিয়াল সলিউশনস লিমিটেড (বিএফএলএস)। যে দুই সংস্থা যৌথভাবে ‘IRCTC BoB RuPay Contactless’ ক্রেডিট কার্ড চালু করছে। প্রতীকী ছবি।
এই বিশেষ ক্রেডিট কার্ড ব্যবহার করেই সস্তায় এসি কোচের (Indian Railways) টিকিট কাটতে পারবেন রেলযাত্রীরা। যে কার্ড রেলযাত্রীদের সস্তার জিনিস প্রদানের জন্য চালু করা হচ্ছে। কম টাকায় বিভিন্ন সুবিধা পাবেন তাঁরা। তবে শুধু এসি কোচের টিকিটের জন্য নয়, মুদিখানা থেকে জ্বালানি তেলের মতো জিনিস কেনাকাটির ক্ষেত্রেও পাওয়া যাবে ছাড়। প্রতীকী ছবি।
কীভাবে ব্যবহার করবেন?
মুদিখানা এবং ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটির ক্ষেত্রে চারটি করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন গ্রাহক ‘IRCTC BoB RuPay Contactless’ ক্রেডিট কার্ড ব্যবহার করলে। প্রতি ১০০ টাকায় চারটি রিওয়ার্ড পয়েন্ট মিলবে। অন্যান্য শ্রেণির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে দুটি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। প্রতীকী ছবি।