

নতুন বছরে বড়সড় ছাড় নিয়ে হাজির হয়েছে গাড়িপ্রস্তুতকারী সংস্থা Honda। বাজার ও বিক্রি বাড়ানোর জন্য Honda Jazz, Honda Amaze, Honda WR-V-সহ একাধিক মডেলে মিলছে ক্যাশ ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস। গাড়িপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত উপলব্ধ থাকছে এই অফার। এর পর কমবে অফারের পরিমাণ। জেনে নেওয়া যাক বিশদে।


Honda WR-V: গত বছর জুলাই মাসে লঞ্চ করেছিল Honda WR-V Fcelift মডেল। গাড়ির সমস্ত ভ্যারিয়েন্টে ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র VX MT এক্সক্লুসিভ এডিশনে এই অফার নেই। এই গাড়িতে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। রয়েছে ১৫,০০০ টাকার এক্সেচেঞ্জ বোনাসও।


Honda Jazz-গত বছর অগস্ট মাসে আপডেটেড Jazz ভার্সন লঞ্চ করেছিল। যে সমস্ত ক্রেতারা এই গাড়িটি কিনতে চান, তাঁদের জন্য ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। তবে ২০ ফেব্রুয়ারির মধ্যে কিনতে হবে গাড়ি। এটা ছাড়াও ২৯,৩৬৫ টাকার ফ্রি অ্যাক্সেসরিজ অফার পাওয়া যাচ্ছে। তবে ২১ ফেব্রুয়ারি থেকে এই ডিসকাউন্ট অফার কমে ১৫,০০০ টাকায় পৌঁছাবে।


Honda Amaze-সেকেন্ড জেনারেশন Honda Amaze-এ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টের সুবিধা মিলছে। একই সঙ্গে ৪ বা ৫ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফারও রয়েছে। শুধুমাত্র স্পেশ্যাল ও এক্সক্লুসিভ এডিশনে মিলছে না এই অফার। এ ক্ষেত্রে গাড়ির সমস্ত ভ্যারিয়েন্টে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলছে।এছাড়াও S MT ও S CVT স্পেশ্যাল এডিশনে ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এগুলির পাশাপাশি VX MT ও VX CVT এক্সক্লুসিভ এডিশনে ১২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট মিলবে। ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে।


Honda City (fifth-gen)-গত বছরই বাজারে এসেছিল এই গাড়ি। এক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে। সমস্ত ভ্যারিয়েন্টেই রয়েছে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। একই সঙ্গে আরও একটি ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে এই অফার।


অন্যান্য অফার-এগুলি ছাড়াও ক্রেতাদের ৬,০০০ টাকার একটি UIO লয়্যালটি বোনাস দিচ্ছে গাড়িপ্রস্তুতকারী সংস্থা। একই সঙ্গে পুরোনো Honda গাড়ির বদলে নতুন কোনও গাড়ি নিলে ১০,০০০ টাকার একটি ট্রেডিং ক্যাশ বোনাস পাওয়া যাবে। তবে, 4th জেনারেশনের City ও CR-V মডেলে কোনও রকম ক্যাশ ডিসকাউন্ট নেই। শুধুমাত্র UIO লয়্যালটি বোনাস রয়েছে। রয়েছে কর্পোরেট ডিসকাউন্টও।