

বর্তমানে অনেকেরই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ অনেকেই আছেন যাঁরা অপ্রয়োজনে একাধিক অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেগুলিকে মেনটেনও করেন না ৷ এই তালিকায় চাকরিরত মানুষের সংখ্যাটাই বেশি আছে ৷ একটি স্যালারি অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টে মাসিক বেতন আসে অন্যটি ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট ৷ আসুন জেনে নিন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কতখানি ক্ষতি হতে পারে আপনার ?


সাধারণত সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেন করার শর্ত থাকে ৷ যদি মিনিমাম ব্যালান্স অ্যাকাউন্টে না রাখা হয় তো পেনাল্টি বা জরিমানা হিসাবে নির্ধারিত টাকা কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক ৷ অনেক ব্যাঙ্ক আছে যাদের মিনিমাম ব্যালান্স ১০,০০০ টাকা ৷ কারোর কাছে একাধিক অ্যাকাউন্ট যদি থেকে থাকে তবে ক্রমশই বাড়তে থাকে টেনশন ৷ সাধারণ মানুষের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য মাসে ২০,০০০ টাকা রাখা সম্ভব নয় ৷


সাধারণত সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেন করার শর্ত থাকে ৷ যদি মিনিমাম ব্যালান্স অ্যাকাউন্টে না রাখা হয় তো পেনাল্টি বা জরিমানা হিসাবে নির্ধারিত টাকা কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক ৷ অনেক ব্যাঙ্ক আছে যাদের মিনিমাম ব্যালান্স ১০,০০০ টাকা ৷ কারোর কাছে একাধিক অ্যাকাউন্ট যদি থেকে থাকে তবে ক্রমশই বাড়তে থাকে টেনশন ৷ সাধারণ মানুষের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য মাসে ২০,০০০ টাকা রাখা সম্ভব নয় ৷


একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট তাকলে ITR করার সময়ে সমস্যার মুখোমুখি হতে হয় ৷ একাধিক ব্যাঙ্কের স্টেটমেন্ট সব সময়ে পাওয়াটা সমস্যাকর হয়ে থাকে ৷ ফলে বেশি করে সমস্যার সম্মুখীন হয়ে থাকে ৷


বেশ কয়েকটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বছরে মেনটেনেন্স চার্জ দিতে হয় ৷ ডেবিট বা ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্ক আলাদা করে চার্জ নিয়ে থাকে ৷ এরফলেই অনেক টাকাই চোকাতে হয় গ্রাহকদের ৷