

এখন আরও সহজেই তৈরি করতে পারবেন প্যান কার্ড ৷ আধার কার্ড থাকলেই প্যান কার্ড তৈরিতে আর সমস্যায় পড়তে হবে না ৷ আয়কর বিভাগের তরফে সোমবার জানানো হয়েছে যে কেউ যদি আধার কার্ডের মাধ্যমে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে আইটি বিভাগের তরফেই প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷


এই বছর অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানিয়েছিলেন এবার থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক নয় প্যান কার্ড ৷ এবার থেকে আধারের মাধ্যমেও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ৷ এরপর আয়কর বিভাগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে আধারের মাধ্যমে আয়কর রিটার্ন জমা করা হলে অটোমেটিকলি তাদের প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷


CBDT তরফে ৩০ অগাস্ট জানানো হয়েছিল যে কোনও ব্যক্তি যদি আধারের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া হয় এবং তার কাছে প্যান নম্বর না থাকে তাহলে মনে করা হবে যে তিনি প্যান কার্ডের জন্য আবেদন করেছেন ৷ এরপর আর কোনও তথ্য তাকে জমা দিতে হবে ৷ পয়লা সেপ্টেম্বর থেকে লাগু করা হয়েছে এই নিয়ম ৷