দেশের সবচযে বড় সরকারি ব্যাঙ্কের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার ৷ এরপরে আস্তে আস্তে সেই পথ অনুসরণ করছে দেশের বড়বড় বেসরকারি ব্যাঙ্কও ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) গ্রাহকদের জন্য হোলির বিরাট উপহার দিয়েছে ৷ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হারে পরিবর্তন করেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
নতুন সুদের হার ১০ মার্চ ২০২২ থেকে কার্যকরও হয়েছে ৷ এই সূত্রেই আইসিআইসিআই ব্যাঙ্ক প্রায় ২ কোটিরও বেশি ব্লক ফিক্সড ডিপোজিটকে আলাদা আলাদা মেয়াদে ভেঙেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
৩ বছরের বেশি ও ১০ বছরের কম মেয়াদে ২ কোটির বেশি এবং পাঁচ কোটির কম জমা টাকার সর্বাধিক এইডি রেট ৪.৬ শতাংশ ৷ এই সুবিধা কেবলমাত্র সেই সমস্ত গ্রাহকেরাই পাবেন যাঁরা তিন বছর তার থেকে বেশি সময়ের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এছাড়াও, ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম অবধিতে এফডিতে গ্রাহকদের ৪.৫ শতাংশ করে সুদ পাবেন ৷ সেখানে ১৫ মাস বা তার থেকে বেশি কিন্তু ১৮ মাসের কম অবধি এফডিতে সুদের হার পাবেন ৪.২ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
১৮ মাসের বেশি কিন্তু ২ বছরের কম সময়ের জন্য গ্রাহকেরা পাবেন ৪.৩ শতাংশ হারে সুদ ৷ ১ বছর থেকে ১৫ মাসের মধ্যে যে সমস্ত এফডি আছে তাদের ক্ষেত্রে সুদের হার ৪.১৫ শতাংশ হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
এক বছরের কম এফডিতে সুদের হার ২.৫ থেকে ৩.৭ শতাংশ পর্যন্ত সুদ ৷ এই ক্ষেত্রে সাধারণ নাগরিক ও প্রবীণ নাগরিকদের সুদের হার সমান ৷ যা ১০ মার্চ ২০২২ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
লাইভ মিন্টের একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ৫ কোটি টাকার বেশি এফডির ক্ষেত্রে সুদের হার পরিবর্তিত করেছে ৷ কিন্তু ২ কোটি টাকার কম এফডির ক্ষেত্রে কোনও পরিবর্তন করেনি ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
ঘরোয়া গ্রাহকদের জন্য এনআরও ও এনআরই কার্যকর হবে ৷ আরও আইসিআইসিআই ব্যাঙ্কের সুদের পরিবর্তন করেছে কেননা বাজারের প্রবল প্রতিযোগিতাতে টিকে থাকতেই ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
কেননা এর আগেই এই একই পরিকাঠাতেই এসবিআই সুদের হারে পরিবর্তন করেছে বিশেষত ফিক্সড ডিপোজিটে ২০-৪০ বেসিস পয়েন্টে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এই পরিবর্তনের ফলে ২ কোটি টাকা এফডির ক্ষেত্রে মেয়াদ ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের এফডিতে ২০ বেসিস পয়েন্ট বেড়েছে ৷ ১০ মার্চ ২০২২ থেকে এফডিতে ৩.৩০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
এর আগে এই একই ক্ষেত্রে সুদের হার ছিল ৩.১০ শতাংশ ৷ প্রবীণ নাগিরেকা পেতেন ৩.৬০ শতাংশ হারে সুদ সেটির এবার বদল হয়ে হয়েছে ৩.৮০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷